চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় তরুণী নিহত

চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় বিনতা চাকমা (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী নুর হোসেন (২৫)।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের হাজী রহিম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিনতা চাকমা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার বাসিন্দা।
জানা গেছে, আহত নুর হোসেন ওই তরুণীকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিনতা চাকমার মৃত্যু হয়। বিজিসি ট্রাস্ট কলেজ হাসপাতালে ভর্তি আছেন নূর হোসেন।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।