চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ নির্বাচনে বিজয় মার্মা সম্পাদক পদে নির্বাচিত
রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ (গৃর্জার)’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার (২২ মে) বিকাল ৫টায় নতুন চার্চ নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
আগামী দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট নির্বাচনে আবারও সম্পাদক পদে বিজয় মার্মা( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়। এছাড়া সহ-সম্পাদক পদে ২জন থয়সাফ্রু খিয়াং, টিউলিপ খিয়াং, কোষাধক্ষ্য বাদল খিয়াং, সহ কোষাধক্ষ্য রেনুকা চাকমা, সাংস্কৃতিক অনুপম খিয়াং, সহ-সাংস্কৃতিক জয়া দাশ, ও গোপালী পাংখোয়া(কনভেনর সান্ডেস্কুল) এর নির্বাচিত হয়।
সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন, রেভা সখরিও বৈরাগী(পালক প্রধান চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ঠ চার্চ সংঘ), পাষ্ঠর স্টিফেন জেমিত্র ও পাষ্ঠর শিমসন খিয়াং)। নির্বাচনে আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ সভাপতি বিপ্লব মার্মা, সদস্য গভেনিং বডি খ্রিস্ট্রিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এছাড়া চন্দ্রঘোনা হাসপাতালের গণ্যমান্য ব্যাশক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক বিজয় মার্মা সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করে। রোববার(২৩ মে)সকাল ১০টায় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।