পানছড়ির আয়ুব নগরে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়িতে এখনো বৃষ্টির দেখা মিলেনি। দীর্ঘ কয়েক মাসের খরায় বড় বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে তৈরি হয়েছে তীব্র পানির সংকট। তীব্র তাপদাহে চরম অস্বস্তিতে রয়েছে পানছড়ির সর্বস্তরের জনগণ।

বনাঞ্চল উজাড়ের কারণে হুমকির মুখে জীব বৈচিত্র। এমন পরিস্থিতিতে ৩নং পানছড়ি ইউপির আয়ুব নগরবাসীর আয়োজনে করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।

২৩ মে (রবিবার) সকাল সাড়ে সাতটা থেকে আয়ুব নগর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে বৃষ্টির জন্য কান্না করে স্থানীয়রা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আলী হোসেন কারিমী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার জানায়, দীর্ঘ ষাট বছর বয়সে এভাবে খরা কোনদিন দেঘেছি বলে মনে পড়ছেনা। মানুষের ফসলাদি গাছ-পালা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে তাই গ্রামবাসী মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি। গ্রামের কোমলমতি শিশুরাও এই বিশেষ প্রার্থনায় শরীক হয়। বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অনেকেই এই প্রথমবারের অংশ গ্রহণ করেছেন বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ির, বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন