চীনের আগেই ভারতে আইফোন ১৭ উৎপাদন করবে অ্যাপল
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল চীনের বাইরে কোনো দেশে প্রথমবারের মতো একটি নতুন মডেলের আইফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে।
২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ভারতে আইফোন ১৭ উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দেশটিতে আইফোন উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা। অ্যাপলের ইন্টারন্যাশনাল এক্সপার্ট মিং চি কুও সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর গিজমোচায়না।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল। অন্যদিকে নানা কারণে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর চীনের ওপর নির্ভরতা কমিয়েছে। যে কারণে ভারত দ্রুতই এ টেক জায়ান্টের জন্য একটি উদীয়মান উৎপাদন গন্তব্য হয়ে উঠেছে।
আগের ভার্সনের আইফোনগুলো বাজারে আসার কয়েক মাস পর ভারতে তৈরি শুরু করা হতো। তবে প্রথমবারের মতো চলতি বছর নন-প্রো আইফোন ১৫ মডেলগুলো বাজারে আসার আগেই ভারতে উৎপাদন শুরু করা হয়েছে। এছাড়া পণ্য উন্মোচনের দিন মেড ইন ইন্ডিয়া আইফোন ১৫ মডেলও বিক্রি করেছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট।
কুও জানান, আইফোন ১৭-তে ডিজাইন ও ডেভেলপমেন্টে সম্পর্কিত ঝুঁকি কম। তাই তারা এটি উৎপাদনের জন্য ভারতকে বেছে নিয়েছে। আইফোন ১৭ সিরিজটি ২০২৫ সালে বাজারে আসবে বলে আশা সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের।
চলতি বছরের শুরুর দিকের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদন ক্ষমতা আরো ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী আইফোনের ১২-১৪ শতাংশ সরবরাহ ভারতের তৈরি। এ মাত্রা চলতি বছরের শেষ পর্যন্ত ২০-২৫ শতাংশে উন্নীত হবে।