চেক জালিয়াতির মামলায় এনসিপি নেতার তিন মাসের কারাদণ্ড


বান্দরবানের চেক জালিয়াতির মামলায় জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মো. শহিদুর ইসলাম সোহেলকে তিন মাসের কারাদণ্ড ও সমপরিমাণ টাকা ফেরত দিতে অর্থদণ্ড দিয়েছে যুগ্ম জেলা দায়রা ও জজ আদালত।
গত সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজের বিচারক মো, নুরু মিয়া এই রায় ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছেন বেঞ্জ সহকারী অরুন বিকাশ তালুকাদার।
তিনি জানান, চেক জালিয়াতি মামলায় তিন মাসে কারাদণ্ড ও সমপরিমান অর্থদন্ড দিতে আদালত রায় দিয়েছে।
মো. শহিদুল ইসলাম (সোহেল) পৌরসভার চেয়ারম্যানপাড়ার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। সে নবগঠিত এনসিপির প্রধান সমন্বয়কারী বলে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, আসামী মোহাম্মদ শহিদুর ইসলাম সোহেল ব্যবসার কথা বলে অভিযোগকারী মোহাম্মদ হারুনুর রশিদ কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। প্রায় দীর্ঘদিন পাড় হলেও নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দেয়ায় ২০২৪ সালের ১০ জানুয়ারি পৌরসভা মার্কেট ভবনে সালিশ বসে। সেখানে অভিযোগকারীকে ২ লাখ ১৮ হাজার টাকার ইউসিবি ব্যাংকের চেক তুলে দেন মো. শহিদুল ইসলাম (সোহেল)। পরে আসামীর দেয়ার চেক ক্লিয়ারিংয়ের জন্য টানা তিনবার ব্যাংকে জমা দিলে চেক প্রদানকারী ব্যক্তি অর্থাৎ শহিদুল ইসলামের একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চেকটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় ২০২৪ সালে ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগ করেন মোহাম্মদ হারুনুর রশিদ।
আদালত সূত্রে জানা যায়, টাকা ফেরত দেয়ার কথা বলে অভিযোগকারীকে ভুয়া চেক ধরিয়ে দেন আসামী। পরে তিনবার ব্যাংকের চেক জমা না হলে চেক জালিয়াতি মামলায় আসামীকে তিনমাসের কারাদণ্ড রায় দেন আদালত।
মামলা বাদী অ্যাডভোকেট খলিল বলেন, টাকা ফেরত না দেয়ায় আসামীকে নিয়ে কয়েকবার নালিশি বৈঠক বসেছিল। শেষ পর্যায়ের এসে ২০২৪ সালে ২৬ সেপ্টেম্বর চেক জালিয়াতি মামলায় আদালতে মামলা দায়ের করেন অভিযোগকারী।