জামায়াতের নিরুত্তাপ হরতাল পালিত, ফের ডাকল মঙ্গলবার
ডেস্ক নিউজ:
ঢিলেঢালা ও নিরুত্তাপভাবে পালিত হয়েছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। দিনের শুরুতে রাজধানী দু’একটি স্থানে ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুর তেমন কিছুই ঘটেনি এতে।
এদিকে, বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অভ্যন্তরীণ গাড়ির সংখ্যা। দূরপাল্লার কোনো গাড়ি রাজধানী ছেড়ে যায়নি। তবে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
অপরদিকে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডেকেছে দলটি ।
হরতাল চলাকালে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশ থেকে সকাল সাড়ে সাতটার দিকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল এটিকে নিষ্ক্রিয় করে। হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে ফলবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।
এদিকে, যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজের ছাপড়া মসজিদের সামনে ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর শিবির হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। তবে পুলিশের আরা তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সকালে বাঙলা কলেজের সামনে থেকে শিবিরের আট-নয়জন কর্মী একটি মিছিল বের করেন। তবে পুলিশের ধাওয়ার মুখে তারা মিছিল করতে পারেননি।
এদিকে, ঢাকার বাইরেও হরতাল পালিত হয়েছে বিক্ষিপ্ত পিকেটিং, সংঘর্ষ ও ভাঙচুরে। সকালে চট্টগ্রামের মোমিন রোড এলাকায় হরতালের সমর্থনে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে বলে খবর পাওয়া গেছে। পরে সড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।