জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উ চা হ্লা ভান্তে
বাংলাদেশের অন্যতম বৌদ্ধ ভিক্ষু ও বান্দরবান স্বর্ণ বৌদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা উ পঞ্ঞাজোত মহাথের (উ চা হ্লা ভান্তে) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
শুক্রবার (১০এপ্রিল) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু মারমা।
এদিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের জিএম রঞ্জন দাশ গুপ্ত সাংবাদিকদের জানান, বৌদ্ধ ভিক্ষু উ চা হ্লা ভান্তে শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো না।
এদিকে ফেইসবুকসহ নানা সামাজিক মাধ্যমে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে তার পরিবার মৃত্যুর সংবাদ অস্বীকার করে এটিকে গুজব বলছেন এবং ভান্তের জন্য আশির্বাদ কামনা করেছেন। বান্দরবানে কর্মরত দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি উজ্জল তংচঙ্গ্যা জানিয়েছেন- ভান্তে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। শনিবার (১১ এপ্রিল) সিদ্ধান্ত নেয়া হবে ভান্তের লাইফ সাপোর্ট রাখা হবে কিনা।