টিউলিপের চিঠি পায়নি প্রধান উপদেষ্টার দপ্তর : প্রেস সচিব


টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস পাননি বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকালে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
তিনি জানিয়েছেন, টিউলিপের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা। ৫ (জুন) তারিখ থেকে আমরা ছুটিতে আছি।
এর আগে রবিবার (৮ জুন) বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভুল বোঝাবোঝি দূর করতে লন্ডনে অন্তর্বতী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে ড. ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি।
গত ৪ মে পাঠানো চিঠিতে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের বিষয়ে এই বৈঠকে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। এ কারণে ড. ইউনূসের সাক্ষাৎ চান।
এদিকে আগামী সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের (১০ থেকে ১৩ জুন) এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।