টুইটার থেকে নীল পাখিকে বিদায় দিলেন ইলন মাস্ক

fec-image

বদলে গেল টুইটারের লোগো। ঘোষণা আগেই হয়েছিল। এবার তা কার্যকর হলো। অতি পরিচিত নীল পাখির বদলে টুইটারের নতুন লোগো ইলন মাস্ক। বদলে দিলেন ওয়েবসাইটের ইউআরএল-ও। এমনকি টুইটার হেডকোয়ার্টারে ফুটে ওঠা নতুন লোগোর ছবিও পোস্ট করলেন টেসলা প্রধান।

লোগো থেকে শুরু করে বহু ক্ষেত্রেই পরিবর্তন করা হতে পারে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের। রবিবারই এমন ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। তারপর থেকেই বাড়ছিল কৌতূহল, কী রূপে সামনে আসবে টুইটার? কৌতূহল দূর করবেন খোদ মাস্ক। জানিয়ে দিলেন, X হিসেবে পরিচিতি পাবে টুইটার। এমনকী X.com টাইপ করলে আপনি সোজা ঢুকে যেতে পারবেন টুইটারে।

রোববার মাস্ক টুইট করেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’ আর সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, নতুন লোগো হিসেবে বেছে নেয়া হয়েছে X আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক।

এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। মাস্ক জানিয়েছেন, তিনি X কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে X নামে।

ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে X সাইনটি রেখেছেন মাস্ক। X যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। তবে ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিতে ভীষণ মিস করবেন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন