টেকনাফে ডাকাতি-অপহরণ, রোহিঙ্গা দুর্বৃত্তদের গুলি
টেকনাফ উপজেলার মোছনী গ্রামে রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুইজনকে অপহরণ করেছে।
বুধবার (২১ আগস্ট) রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাদের উদ্ধারে জনতা একত্রিত হয়। এসময় রোহিঙ্গা শিবির থেকে দুর্বৃত্তদের ওপর ইটপাটকেল ছুড়লে তারা গুলি করে।
জানা যায়, বুধবার রাতে টেকনাফের হ্নীলার মোছনী নোয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের অভ্যন্তরে বেক্কা মিয়ার পুত্র দুদু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাড়ির কর্তা দুদু মিয়াসহ মহিলাদের এলোপাতাড়ি মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং দুইজনকে অপহরণ করে।
অপহরণকৃতরা হলেন- দুদু মিয়ার ছেলে মো. তারেক (২২) ও মো. রাসেল (২০)।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাদের উদ্ধারে জনতা একত্রিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছুড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে রোহিঙ্গা দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এতে রোহিঙ্গা ক্যাম্পে থাকা এপিবিএন পুলিশও পালটা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। ইটের আঘাতে মোছনী গ্রামের শাহায়া নাফিস জয় নামে এক কিশোর আহত হয়েছে।
এদিকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণে অপহৃতদের সকাল ৭টার দিকে ছেড়ে দিয়েছে। তাদেরকে একটি এনজিও পরিচালিত একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।
অপহরণ ও রোহিঙ্গা দুর্বৃত্তরা এলাকাবাসীর উপর গুলি ছুড়ার ঘটনায় উত্তেজিত জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছে। সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করছে শতশত জনতা।