টেকনাফে পুত্রবধু কর্তৃক শাশুড়ীকে গলা টিপে হত্যা: পুত্রবধু আটক
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফে পুত্রবধু কর্তৃক শাশুড়ীকে গলা টিপে হত্যা করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে ২২ মে রাত ১১টায় সময় টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়া পাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুত্রবধু ও শাশুড়ীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। নিহতের পুত্র ছৈয়দ হোছন জানায়- রাত ৯টার দিকে মায়ের শরীরের অসুখের কথা বললে ছেলে বাজার থেকে দুধ ও আমের জুস ক্রয় করে স্ত্রীকে দিয়ে মাকে খাওয়ানোর কথা বলে কাজের প্রয়োজনে চলে যায়। সে সুযোগে তখন পুত্রবধু খুরশিদা গলা টিপে শাশুাড়ীকে হত্যা করে বাড়ির সামনের টয়লেটে ফেলে আসে।
রাত ১২ টার নিহতের পুত্র ছৈয়দ হোছন বাড়িতে আসে। মা কোথায় জানতে চাইলে খুরশিদা জবাবে জানায়, টয়লেটে গেছে। ছেলে বাড়ির বাইরে টয়লেটের সামনে এক বদনা পানিসহ মাকে মাটিতে শোয়া অবস্থায় দেখতে পায়। নিহতের শাশুড়ি হচ্ছে- মৃত এরশাদুর রহমানের স্ত্রী রশিদা বেগম (৪৮)। বর্তমানে তার ২ কণ্যা,২ সন্তান রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুরশিদা আটকে রাখে পুলিশকে খবর দেয়।
নিহতের খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই মোঃ ইয়াছিন ঘটনাস্থল থেকে গলা টিপে হত্যাকারী খুরশিদাকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ফরহাদ।