টেকনাফে বিভিন্ন হোটেল ও প্রাইভেট হাসপাতালকে ৭০ বেডের কোয়ারান্টাইন ঘোষণা


কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ওর্য়াড এবং উপজেলা প্রশাসন কর্তৃক আরো ৭০ বেডের প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষাণা করা হয়।
সোমবার(৩০ মার্চ) বিকালে সাময়িকভাবে নির্ধারিত কোয়ারান্টাইন নিশ্চিত করতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা হাসপাতালের স্থাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেরিন সিটি হাসপাতালে ১৫ বেড, মিল্কি রির্সোটে ১৫ বেড, সী-কোরাল রির্সোটে ২০ বেড ও আলো রির্সোটে ২০ বেড (সাময়িকভাবে নির্ধারিত) কোয়ারেন্টাইন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র,স্যানিটারী পরিদর্শক সোহরাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। করোনা সংক্রমন রোধে জনসচেতনতার জন্য লিফলেট বিতরন করা হয়।
প্রাইভেট হাসপাতাল ও রিসোর্টসমূহকে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রকার কেবিন, জেনারেল ওয়ার্ড ও রুম ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়।