টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ আটক ২

fec-image

কক্সবাজার টেকনাফে সাড়ে এগারো কোটি টাকার সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও মিয়ানমারের মুদ্রাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকায় একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে এসব আটক করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডুর সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও মৃত সুলতানের ছেলে আনোয়ার (৩০)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় সন্দেহভাজন একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় বিজিবি। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে অবস্থানরত দুইজন ব্যক্তি দুইটি ব্যাগসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের আটক করে। পরে ব্যাগ খুলে ১১ কোটি ৫২ লাখ টাকা মূল্যমানের সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, স্বর্ণের বার, বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমার মুদ্রা ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা রাখা হয়েছে। আটককৃত ২ জন আসামিকে মোবাইল ফোনসহ তাদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন