থানচিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ উপলক্ষে বান্দরবানে থানচি উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলার বিএনপি ও সর্বস্তরে ছাত্র জনতা আয়োজনের ০৬ আগস্ট বিকাল ৩টায় থানচি বাজার চত্বর থেকে এক আনন্দ মিছিল উপজেলা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে থানচি বাজার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করেছেন দলের নেতৃবৃন্দ।
এ সমাবেশ উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে ও বিএনপি সদর ইউনিয়নের সভাপতি মো. আবু সোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা, মো. জসিম উদ্দিন, যুব দলের সভাপতি মংসিংহাই মারমা প্রমুখ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শহীদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করে সমাবেদনা জানানো হয়েছে। সমাবেশে বিএনপির বিভিন্নস্তরের ৫ শতাধিক নেতাকর্মী স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে নেতার্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।