দাম উর্ধ্বগতির ফলে কাপ্তাই নতুনবাজার পেঁয়াজ সংকট

fec-image

কাপ্তাই উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার ঐতিহ্যবাহি নতুন বাজার। দাম উর্ধ্বগতির কারণে কাপ্তাই বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে।

 কাপ্তাই নতুন বাজার ঘুরে দেখা যায় ২/১টি দোকান ব্যতিত অন্যান্য কোন দোকানে পেঁয়াজ নেই। হঠ্যাৎ যেন হাওয়া হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, চটগ্রাম খাতুনগঞ্জের আড়তে হঠ্যাৎ পেঁয়াজ সরবরাহ কম। তাই আমরাও পাচ্ছিনা।

আশি উর্ধ্বে কালু জানান, বাবা-দাদারাতো এ দামে পেঁয়াজ খায়নি কখনো, আর আমার এই বয়সে শুনলাম পেঁয়াজের দাম ২০০টাকা তথা ২২০টাকা ধরে বিক্রি হচ্ছে।

এদিকে নুর হোসেন নামের একজন শ্রমিক বলেন, চেয়ে ছিলাম চলতি মাসে মেয়ের বিবাহ দিব কিন্ত পেঁয়াজের দাম শুনে বিবাহ তারিখ পিছিয়েছি বলে জানান।

বর্তমানে বিবাহসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পেঁয়াজের উর্ধ্বগতির  কারণে বন্ধ রয়েছে বলে অনেকেই জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন