দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিল সরকার
ডেস্ক নিউজ
শর্ত ভঙ্গ ও দাঙ্গা লাগানোর মত পরিবেশ সৃষ্টি করার অভিযোগে দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিল সরকার। রবিবার গভীর রাতে থেকে এই টিভি ২টির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে দিগন্ত টিভির পক্ষ থেকে বলা হয়, সোমবার ভোর ৪টার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এসে সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন এবং কিছু যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যান।
আর আগে রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কাযালয়ে গিয়ে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে সম্প্রচার কক্ষে তালা লাগিয়ে দেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক শামস এস্কেন্দার। তিনি বলেন, রাত আড়াইটা থেকে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।
Facebook Comment