দীঘিনালায় অর্ধদিবস সড়ক অবরোধ আগামীকাল


পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা, হেডম্যান, কার্বারী পদবি বিলুপ্ত এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের অভিযোগ তুলে এর প্রতিবাদে মিছিল ও সামবেশ করা হয়েছে খাগড়াছড়ির জেলার দীঘিনালায়।
সমাবেশ থেকে উপজেলায় আগামীকাল বুধবার (১৫ মে) অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট।
গত সোমবার দুপুরে উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল বাবুছড়া কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি শাস্ত্র চাকমা, হেডম্যান যুবলক্ষণ চাকমা, কার্বারী রিটেন চাকমা এবং সুমনা চাকমা।
সমাবেশ থেকে বুধবার (১৫ মে) অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment