দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
খাগড়াছড়ির দীঘিনালায় থানা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ এপ্রিল) মধ্যরাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।
জানা যায় গত সোমবার রাত পৌনে একটার সময় আবদুরের জুতার দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এসময় সাহাব উদ্দীনের পেয়াজ রসুনের আড়ত, বিকাশের মুদি মালের দোকান, ছৈয়দ নিজামের হার্ডওয়্যার ও সিগারেটের এজেন্ট দোকান, নুরুল ইসলামের স্টেশনারি দোকান এবং আশিষ ধরের জুয়েলারি দোকান পুড়ে ছাই হয়ে যায়।তবে জুয়েলারি দোকানের যাবতীয় জিনিষপত্রসহ রক্ষা করতে পারলেও বাকী সব পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষনিক মুহুর্তে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সেনাবাহিনীও পুলিশ স্থানীয় জনতার পাশাপাশি সহযোগীতা করে।
এ ব্যাপারে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে যাতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।