দীঘিনালায় সরকারি নির্দেশনা অমান্য করা ৬ দোকানের জরিমানা

fec-image

দীঘিনালায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬ দোকানিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১৯ মে) বিকেলে উপজেলার লারমা স্কোয়ারে এ জরিমানা করা হয়।

জানা যায়, করোনাভাইরাস ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে নিত্যপণ্যের দোকান খোলার সময় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

এ সরকারি নির্দেশনা অমান্য করে দীঘিনালা উপজেলার বেশ কিছু এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বিকাল ৪ টার পরেও খোলা রাখা হয়। মঙ্গলবার
বিকেল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে ৬ দোকানিকে ৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, ফার্মেসী ব্যতীত সকল দোকান বিকাল ৪টার বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৬ দোকানিকে জরিমানা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন