দীঘিনালায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2020/09/IMG_20200910_154320.jpg)
দীঘিনালায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামির নাম আমির হোসেন (৩০)| সে উপজেলার উত্তর মিলনপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর মিলনপুর এলাকা থেকে দীঘিনালা থানার পুলিশ আটক করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমির হোসেনের বিরুদ্ধে ২২ মার্চ মাদকের মামলায় ১বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা রয়েছে, জড়িমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে|
এসময় তিনি আরো জানান, এছাড়া আমির হোসেনের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানায় গত ২৪/৪/২০০৯ইং তারিখে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।