দীঘিনালায় সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে জোন সদরে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের ওআইসি মেজর মো. তুহিনুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের মেডিকেল অফিসার আবদুল্লাহ আল জোবায়ের এবং ক্যাপ্টেন মো. আবদুল্লাহ হীল মাফি।
ঈদ উপহার হাতে পেয়ে কুলছুম বেগম জানান, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে খুব আনন্দ নাগছে। ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো।
এসময় দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার অসহায় ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: ঈদ উপহার, দীঘিনালা, সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার
Facebook Comment