দুর্নীতির অভিযোগে কেপিএম এর দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আলমগীর মানিক, রাঙামাটি
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কর্ণফুলী পেপার মিলের(কেপিএম) দুই কর্মকর্তার বিরুদ্বে প্রায় ৪ কোটি টাকার তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
কাপ্তাই থানায় মামলার অভিযোগ সুত্রে জানা যায়, পেপার মিলের অতিরিক্ত প্রধান হিসাব নিরীক্ষক ও হিসাব শাখার বিভাগীয় প্রধান মো.গোলাম ফারুক এবং সহকারী প্রধান আবুল কালাম আজাদ কাগজ উৎপাদনের জন্য টেলকম পাউডার ক্রয়ে অর্থ ছাড় না দিয়ে দুর্নীতির আশ্রয় নেয় এবং সরকারের ক্ষতি সাধন করে।
এছাড়া বিদেশী রপ্তানীকৃত পণ্য চট্রগ্রাম বন্দরে বেশি সময় ধরে রাখায় সরকারের আর্থিক লোকসান করে ব্যাপক দুর্নীতি করার অভিযোগে রাঙ্গামাটি জেলা দুদকের সহকারী পরিচালক মো. ফয়সাল বাদি হয়ে মঙ্গলবার ঐ দুই কর্মকর্তার বিরুদ্বে কাপ্তাই থানায় ৩টি মামলা দায়ের করে। মামলা নং-৪,৫,৬ তারিখঃ৩০/৪/০১৩ইং । ৪০৯/১০৯,১৯৪৭ সনের ৫(২) ধারা দুর্নীতি প্রতিরোধ মোতাবেক দাখিল করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের মামলায় ৩ কোটি ৭৭লাখ ৭২হাজার ২৫৩টাকা ৯০পয়সার অভিযোগ আনা হয়েছে।