নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ টহল দল এবং যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।

বাংলাদেশের অভ্যন্তরে আছারতলী সীমান্তে থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় আছারতলী সীমান্তের ৪৬ হতে আনুমানিক ১.৫ কি:মি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আছার তলী থেকে ইয়াবাসহ জিয়াবুল হক নামের এক মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদক পাচারকারী হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের আছারতলী এলাকার আবুল কালামের পুত্র জিয়াবুল হক (২৪)।

আটক ব্যক্তি ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

১১ বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোন কমন্ডার এর দিকনির্দেশনায় এবং উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ এই অভিযান পরিচালনা করেন।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন বলেন, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন