নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানের সুপারভাইজার অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মঞ্জুর আলম চৌধুরীর ১৭ নম্বর রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার মধ্যদিয়ে শ্বাসরুদ্ধকর ৩ ঘণ্টার অবসান ঘটে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে অপহৃতকে উদ্ধার করা হয়।
অপহৃত ফুরকান আহমদ (৩৩), আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘ ধরে রাবার বাগানে চাকরি করছেন। এ তথ্য নিশ্চিত করেন রাবার বাগানের মালিক মঞ্জুর আলম চৌধুরী।
প্রত্যক্ষদর্শী বাগানের শ্রমিক সুলতান আহমদ ও মোহাম্মদ জুবাইর বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের সুপারভাইজার ফুরকান আহমদ প্রতিদিনের ন্যায় মঞ্জুর আলম চৌধুরীর ১৭ নম্বর বাগানে যান। এ সময় একদল অস্ত্রধারী তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এমন দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দ্রুত মালিককে জানান। মালিক স্থানীয় আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। এর পরই পুলিশ কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দেন। তখন সময় ১১টা। পুলিশ অপহৃতকে উদ্ধারের জন্য আস্তানার কাছাকাছি পৌঁছলে অপহরণকারী চক্র ভুক্তভোগীকে ছেড়ে দিয়ে দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
এসময় অপহৃত ফুরকান আহমদ সুযোগ বুঝে পুলিশ ও রাবার বাগানের অন্য শ্রমিকদের কথোপকথনের আওয়াজ শুনে দ্রুত তাদের দিকে ছুটে আসে। পুলিশ এবং রাবার বাগান শ্রমিক এগিয়ে গিয়ে অপহৃত ফুরকান আহমদকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
এ বিষয়ে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বলেন, অপহরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্র ভুক্তভোগীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাশরুরুল হক জানান, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করছেন। ভুক্তভোগী মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।