নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত ১


নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিষ্ফোরণে ১ বাংলাদেশি আহত হয়েছে। আহত ব্যক্তির নাম নুরুন্নবী (৪৮)। তিনি আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
আজ শনিবার বিকাল ৫টায় সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধীনস্থ নিকুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪২-এর দক্ষিণে মিয়ানমারে অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল সীমান্তবর্তী জিরোলাইনের জঙ্গলে আরকান আর্মি কর্তৃক স্থাপনকৃত স্থলমাইন বিষ্ফোরণে এ ঘটনা ঘটে।
মাইনে আহত ব্যক্তি হলেন, মোঃ নুরুন্নবী (৪৮) সে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ লম্বাবিলের মৃতঃ শফিকুর রহমানের পুত্র।
আহত ব্যক্তিকে উদ্ধার করে ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আহত নুরুন্নবী এলাকার আনসার ভিডিপির সদস্য। তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ মাইনে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর বাম হাতের ও একই অবস্থা হয়।