নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ ও শিক্ষক রহমত সালামসহ শিক্ষার্থীদের প্রতিনিধি।
সভায় বক্তারা বলেন, এ বছর সাক্ষরতা দিবসে ইউনেস্কোর নির্ধারিত প্রতিপাদ্য হলো ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার। এ বিষয়কে সামনে রেখে সকল সচেতন নাগরিককে দেশের ২৩ ভাগ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে ভূমিকা রাখতে হবে। নচেৎ সমাজ পিছিয়ে পড়বে”।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, মপ্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গিল আলম কাজল ও আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন টুক্কুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধবৃন্দ।