নাইক্ষ্যংছড়িতে বাজার মনিটরিং নেমেছেন উপজেলা প্রশাসন:জরিমানা আদায়


নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং শুরু হয়েছে।
শনিবার(২১ মার্চ) সকালে উপজেলার সদরের নাইক্ষ্যংছড়ি বাজার ও চাকঢাল বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি , থানার অফিসার ইনচার্জ ওসি হোসেন।
এসময় নাইক্ষ্যংছড়ি বাজারে অভিযান চালিয়ে বেশি দাম নেয়ায় দুই প্রতিষ্ঠানকে ও লাইসেন্স না থাকায় এক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি ।
প্রাথমিকভাবে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।অন্যান্যা প্রতিষ্ঠানকে সতর্ক করেন প্রশাসন।
ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি এ প্রতিবেদককে বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইনানুগ ভাবে অর্থদণ্ড করা হবে।
বাজার মনিটরিং থাকবে কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান। পরে উপস্থিত লোকজনদের মাঝে করোনা নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ করোনাভাইরাস নিয়ন্ত্রণে করণীয়ও সচেতনমূলক বক্তব্য দেন নির্বহী ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি আনোয়ার হোসেন।