নাইক্ষ্যংছড়িতে ডাম্পার গাড়ির চাকা বিস্ফোরণে নিহত ১
নাইক্ষ্যংছড়িতে ডাম্পার গাড়ির চাকা বিস্ফোরণে এক মেকানিক নিহত হয়েছেন। মো. শফি প্রকাশ পুতিক্কা ( ২৯) নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর ছালামী পাড়ার বাসিন্দা মৃত. জাফর আলমের ছেলে।
শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরের ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি বাজারের দক্ষিণাংশে জনৈক মোস্কাকের তেলের ডিপুর পাশে নোহা গাড়ির টায়ারের চাকা বিস্ফেরণ হয়ে সে মো. শফি প্রকাশ (পুতিক্কা) গুরুতর আহত হয়। প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়ায় পৌছলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. শফি(৪৩) অসতর্কতাবশত নোহা গাড়ির চাকায় হাওয়া ( গ্যাস) দেওয়ার সময় টায়ার বিস্ফোরিত হয়ে আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন।