ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত নেতৃবৃন্দকে কাজ করতে হবে: জাফর ছাদেক

fec-image

ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত নেতৃবৃন্দকে পরিকল্পনার আলোকে কাজ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন, জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর ছাদেক।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির রাঙামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের এ নেতা বলেন, পরিকল্পনা কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তব সম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে।পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্টায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিঢ় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সংগঠনটির জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম সভাপতির বক্তব্যে বলেন রাঙামাটির প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. মনছুরুল হক এর পরিচালনায় এসময় জেলা কর্মপরিষদের সদস্যগণ এবং জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন