পর্যটক-পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ১

fec-image

খাগড়াছড়িতে সাজেকগামী কয়েকজন পর্যটকদের হামলায় এক পরিবহন শ্রমিক আহত হয়েছে।

এ নিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর জেরে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি-সাজেক সড়কে পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা। পরে পুলিশ উভয় পক্ষকে সাথে নিয়ে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, রবিবার সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পৌরসভা গেইটের সামনে পিকআপে উঠতেছিল কয়েকজন পর্যটক। এসময় পিকআপটির পাশ দিয়ে স্টেশনগামী একটি বাস যাওয়ার সময় হঠাৎ করে পর্যটকরা চাপ দেয়ার অভিযোগ করে চালককে মারধর শুরু করে। এতে বাসের চালক আহত হয়। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ জানান, পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, পরিবহন শ্রমিক, পর্যটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন