পাকিস্তানকে চার টুকরো করে দিতে পারতাম : রাজনাথ সিং

fec-image

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বক্তব্যে বলেছেন, যদি প্রয়োজন হতো এবং পরিস্থিতি আরও ভিন্নভাবে আগাতো, তাহলে পাকিস্তানকে চার টুকরো করে দিতাম।
শুক্রবার (৩০ মে) ভারতের নবনির্মিত রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, ‘১৯৭১ সালে ভারতীয় নৌসেনার দক্ষতায় পাকিস্তান বিভক্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবার অপারেশন সিন্দুরের সময় যদি নৌবাহিনী পুরোপুরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, তাহলে পাকিস্তান আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতো।’ তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি নৌবাহিনী তখন সম্পূর্ণভাবে যুক্ত হতো, তাহলে পাকিস্তানকে শুধু দুই ভাগ নয়, চার ভাগ করাও সম্ভব হতো।’

রাজনাথ সিং ভারতীয় নৌসেনাদের সাহসিকতা ও প্রস্তুতিরও প্রশংসা করে বলেন, ‘যখন বিমানবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে, তখন সমুদ্রে ভারতীয় নৌসেনারা সতর্ক প্রহরীর মতো টহল দিচ্ছিল। তাদের উপস্থিতিই শত্রুদের সাহস ভেঙে দেয়। পাকিস্তান সমুদ্রে নামতেই সাহস পায়নি।’

তিনি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশলের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘শত্রুরা কার্যক্রম শুরু করার আগেই আপনারা তাদের থামিয়ে দিয়েছেন। এটাই আমাদের নৌবাহিনীর প্রকৃত শক্তি।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন