পানছড়িতে ৩ বিজিবির যাত্রী ছাউনি নির্মাণ : স্বস্তিতে শিক্ষার্থী, অভিভাবক ও পথচারী

fec-image

বৃষ্টিতে ভিজে আর রোদে শুকিয়েই চলাচল করতো উল্টাছড়ি এলাকার বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীরা। আশপাশ এলাকায় ছিলোনা কোন যাত্রী ছাউনি বা বিরতির স্থান। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমার কাছে ব্যাপারটি জানতে পারেন ৩ বিজিবি অধিনায়ক। অবশেষে নির্মিত হলো স্বপ্নের যাত্রী ছাউনি। স্বস্তির নিশ্বাস এলো শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মনে।

বুধবার (২১ অক্টোবর) সকাল এগারটায় ৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল রুবায়েত আলম সরেজমিনে উপস্থিত হয়ে ফিতা কেটে যাত্রী ছাউনিটির উদ্ধোধন করেন। উল্টাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা পানছড়ি-তবলছড়ি সড়কের পাশেই শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনিটি। শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সবাই কৃতজ্ঞতা জানালেন।

৩ বিজিবি অধিনায়ক বলেন, এলাকার, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩ বিজিবির
উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হানিফ, বিদ্যালয় প্রধান রফিকুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন