পার্বত্য নিউজডটকম অবহেলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা করবে- ক্য শৈ হ্লা
ডেস্ক নিউজ
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এক শুভেচ্ছা বাণীতে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম জাতীয় অনলাইন গণমাধ্যম পার্বত্য নিউজডটকম এর আত্মপ্রকাশ হচ্ছে জেনে আমি আনন্দিত। পার্বত্যঞ্চলের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, অগ্রগতির পেছনে এ গণমাধ্যম বিশেষ ভূমিকায় রাখবে।
তিনি বলেন, গণমাধ্যমটির মাধ্যমে এ অঞ্চলে অবহেলিত জনসমষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। এ গণমাধ্যমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও জীবনযাত্রা দেশ বিদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে সক্ষম হবে। সম্পাদক, প্রকাশক ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন।
Facebook Comment