পেকুয়ায় বনবিভাগের অভিযানে ট্রাকভর্তি গাছ জব্দ
কক্সবাজারের পেকুয়ায় ট্রাকভর্তি গাছ জব্দ করেছে বনবিভাগ। বুধবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ অফিস চোরাই পথে আসা বিপুল পরিমাণ আকাশ মনি গাছসহ ট্রাকটি পেকুয়া চৌমুহনী থেকে জব্দ করেন।
জানা গেছে, পেকুয়ার আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাছ চোরাকারবারি সিন্ডিকেট চোরাই গাছ পাচার করে।
এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বাঁশখালী থেকে একটি গাছের গাড়ি ডুলহাজারায় নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাকভর্তি গাছসহ গাড়ি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাপ্রবাহ: গাছ জব্দ, ট্রাকভর্তি, পেকুয়া
Facebook Comment