প্রত্যেক পাড়ায় বিদ্যালয় স্থাপনের ঘোষণা – পার্বত্য উপদেষ্টা

fec-image

মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক পাড়ায় বিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি রাঙ্গামাটির সাজেক এলাকায় সীমান্ত সড়ক সংলগ্ন বিভিন্ন বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং স্থানীয় জনগণকে ‘কোয়ালিটি এডুকেশন’ নিশ্চিত করার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শিক্ষার হার বাড়াতে হলে আগে নিশ্চিত করতে হবে শতভাগ শিশুর বিদ্যালয়মুখী হওয়া। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে এবং বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হবে।

এছাড়া, দুর্গম এলাকার পানির সংকট নিরসনে ‘ওয়াটার রিজার্ভেশন’ ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।

পার্বত্য অঞ্চলের জীবিকা উন্নয়নের (লাইভলিহুড ডেভেলপমেন্ট) ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি এলাকায় কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশু পালন এবং নারীদের হস্তশিল্প কাজে বেশি করে সম্পৃক্ত করতে হবে।

তিনি সাজেক থানার অন্তর্গত, মাচালং উচ্চ বিদ্যালয়, সাজেক রুইলুই পাড়া, শিব চতুর্দশী ব্রত ও মহানামযজ্ঞ পূজা মণ্ডপ, সীমান্ত সড়ক সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা পার্বত্য, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান মাঠ প্রশাসনের কর্মকর্তারা

উপদেষ্টা বলেন, শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন