বঙ্গবন্ধু অলিম্পিয়াড গেমে দেশ সেরা কুতুবদিয়ার মেহেজাবিন


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেইমসে প্রথম মেহেজাবিন চৌধরী
বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেইমসে দেশে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার কুতুবদিয়ার মেহেজাবিন চৌধরী। মেধা তালিকায় ৫৩ হাজার ৮৭৫ স্কোর পেয়ে প্রথম স্থান অধিকার করে।
শিক্ষাঙ্গন ডট কম আয়োজিত অনলাইন গেইমটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
বুধবার (২৮ জুলাই) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হল রুমে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মেহেজাবিন চৌধুরী কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পূর্ব আলী ফকির ডেইল গ্রামের ফারুক চৌধুরীর মেয়ে। সে চট্টগ্রাম আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যায়ন করছে।
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু অলিম্পিয়াড, মেহেজাবিন
Facebook Comment