বন্যার্তদের জন্য কুতুবদিয়া ছাত্র সমাজের লক্ষাধিক টাকা অনুদান
বন্যার্তদের সাহায্যের্থে কক্সবাজারের কুতুবদিয়া ছাত্রজনতার পক্ষ থেকে লক্ষাধিক টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দেশের বৃহৎ ও নির্ভরযোগ্য সামাজিক সংগঠন আস্ সুন্নাহ ফাউন্ডেশনে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানো হয় বলে জানা গেছে।
উপজেলায় ছাত্রজনতার সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ছাত্রসমাজ ও জনতার সমন্বয়ে একটি টিম ব্যার্তদের জন্য আর্থিক অনুদান কালেকশন করা হয়। বুধবার পর্যন্ত তারা মোট ১ লাখ ২ হাজার ২৮২ টাকা কালেকশন করতে সক্ষম হন।
পুরো টাকা অনুদান হিসেবে বন্যার্তদের মাঝে খাদ্যসমাগ্রী বা প্রয়োজনীয় পণ্য বিতরণের জন্য আস্ সুন্নাহ ফাউন্ডেশনের একাউন্টে প্রেরণ করা হয়েছে।
Facebook Comment