বাংলাদেশের হয়ে খেলবেন কি না এপ্রিলে জানাবেন সামিত শোম


হামজায় মুগ্ধ ফুটবল ফেডারেশন এবার জুন উইন্ডোর জন্য যোগাযোগ শুরু করেছে কানাডা প্রবাসী সামিত সোমের সাথে। এপ্রিলে জানা যাবে তার সিদ্ধান্ত। এদিকে, জুনে হবে প্রবাসী ফুটবলারদের বিশেষ ট্রায়াল। এছাড়া, নারী দলের এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি দেশের সাথে প্রস্তুতি ম্যাচের জন্য চলছে যোগযোগ।
ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর মাঠের পারফরম্যান্স আর বাংলাদেশ দল নিয়ে দর্শক উন্মাদনায় অভিভূত ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপে নাম লেখানোর মিশনে জুনে আরও শক্তিশালী হয়ে ঘরের মাঠে নামতে চায় লাল সবুজ। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের সাথে যোগাযোগ শুরু করেছে বাফুফে, সিদ্ধান্ত জানা যেতে পারে এপ্রিলে।
এদিকে, জাতীয় ও বয়সভিত্তিক দলের জন্য জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ঢাকা বা ঢাকার বাইরে কয়েকদিন ধরে যাচাই করা হবে ফুটবলারদের, আসবেন নারী ফুটবলাররাও।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ট্রায়ালের পর আমরা বুঝতে পারব আসলে কয়জন কোন লেভেলে খেলার যোগ্যতা রাখে। যারা যে লেভেলে খেলার যোগ্যতা রাখে তাদেরকে সেখানে আমরা অফার করব। আর এটা আমরা এখন থেকে নিয়মিত করব ইনশাআল্লাহ।
জাতীয় দলের পরবর্তী উইন্ডোর জন্য হাতে সময় ২ মাস। ঈদের পর শুরু হবে জাতীয় স্টেডিয়াম বুঝে পাওয়া এবং নিজেদের উদ্যোগে ঘাস প্রতিস্থাপনের প্রক্রিয়া।
বাফুফের সহসভাপতি আরও বলেন, বিএফএফের পক্ষ থেকে স্টেডিয়ামের ঘাসের যে ব্যাপারটা সেটার উদ্দ্যোগ আমরা ঈদের পর থেকেই শুরু করে দেব। কিছু বোঝাপড়ার ব্যাপার রয়েছে।
নারী দলের এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি দেশের সাথে যোগযোগ চলছে প্রস্তুতি ম্যাচের।
ফাহাদ করিম আরও বলেন, আমাদের প্রথম টার্গেট মালয়েশিয়ার সঙ্গে খেলা কিংবা আপনারা জানেন শেষ উইন্ডোতে নেপাল ত্রিদেশীয় সিরিজ করেছিল। এ ধরণের কিছু যদি নেপালে বা অন্য কোনো জায়গায় করে থাকে তাহলে আমরা সেটাতে ইন্টারেস্টেড আছি।
এপ্রিল-মেতে পুরুষ ও নারী দলের কো-স্পন্সর, ফুটবল পার্টনারসহ বয়সভিত্তিক দলের স্পন্সর নিয়ে চলছে আলাদা আলোচনা। এছাড়া, পরবর্তী ঘরোয়া মৌসুম নিয়েও পরিকল্পনা আছে মার্কেটিং কমিটির।