আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান

বাংলাদেশ আদানির বিল আটকে বিরোধী ধারাগুলো বাদ দিতে পারত

fec-image

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আদানির বিল আটকে রেখে চুক্তিতে থাকা বাংলাদেশবিরোধী ধারাগুলো বাদ দিতে পারত। কিন্তু সেটা না করে আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন ড. ইউনূস।

তিনি বলেন, ড. ইউনূস যে ভারতবিরোধী সেটা তো তার আচরণ দিয়ে বোঝা যাবে। শেখ হাসিনা আদানির চুক্তির বিষয়ে রিভিউ করার জন্য আদানির বিল বাকি রেখেছিল।

টাকার অভাবে বাকি রাখছিল ব্যাপারটা এমন না। সারা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল যে আদানির বিলটা দিয়েন না। ওর বিল যেদিন দরকার হবে ও আসবে, ওর চুক্তিটা সংস্কার করতে হবে।
তিনি আরো বলেন, ওই চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে, বিলটা দেওয়া যাবে না।

শেখ হাসিনা বিলটা ঝুলিয়ে রেখেছিল। তবে ড. ইউনূস কিন্তু ক্ষমতায় এসে প্রথমেই আদানির বিল দিয়ে দিয়েছে। বাংলাদেশ এই আদানির বিলটা আটকে রেখে চুক্তিতে থাকা বাংলাদেশবিরোধী ধারাগুলো বাদ দিতে পারত। কিন্তু সেটা না করে আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন ড. ইউনূস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন