বাইশারীতে ফ্রেন্ডশিপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফ্রেন্ডশিপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাইশারী স্কুল এন্ড কলেজ মাঠে উত্তর বাইশারী ফ্রেন্ডশীপ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মে. আলম কোম্পানি ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাহাদুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ প্রমুখ।
তুফান আলী পাড়া স্টুডেন্ট এসোসিয়েশন বনাম ৬নং ওয়ার্ড থুইলাঅং পাড়া মার্মা একাদশ মধ্যকার খেলায় ১-১ গুলে দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্র হওয়ায় সরাসরি ট্রাইবেগারে ৫-৬ গোলে তুফান আলী পাড়া স্টুডেন্ট এসোসিয়েশন জয়লাভ করেন।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহেল সহকারী রেফারির দায়িত্ব পালন করেন নুরুল আমিন ও শাহীন আলম সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মো. হোসাইন।
খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জানান, খেলাই ১২টি টিম অংশগ্রহণ করেছে।