বাঘাইছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ
মহাসমাবেশের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে বলেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করে, তাদের আর ছাড় নয়, কোন প্রতিরোধ নয়, এখন হবে প্রতিশোধ। আজকের পর থেকে রাজপথ দখলে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন প্রমুখ।