বাঘাইছড়ি কাচালং শিশুসদনের তৃতীয় তলা আগুনে পুড়ে গেছে

fec-image

বাঘাইছড়ি উপজেলায় রুপকারী ইউনিয়নের সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথেরো প্রতিষ্ঠিত কাচালং শিশুসদন নবনির্মিত ভবনে বিদ্যুৎশর্ট সার্কিট থেকে সকালে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে তৃতীয় তলায় তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী প্রানপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তিনটি রুমে থাকা ২১ জন ছাত্রদের থাকার সরঞ্জাম বই, খাতা, কলম, বেঞ্চ , চেয়ার, টেবিলসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ থেকে এই ভবটি নির্মাণ করার পর ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি শুভ উদ্বোধন করেন।

এই শিশুসদনে অসহায়দের বিনামূল্যে থাকা, খাওয়া, লেখাপড়াসহ যাবতীয় ভরণপোষণ করেন সাদামনের মানুষ তিলোকানন্দ মহাথেরো।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাঘাইহাট সেনা জোনের আওতায় করেঙ্গাতলী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা তারাও আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন