বাঙালহালিয়াতে ২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী অংচিংনু মারমা আটক
রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ অংচিংনু মারমা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুর চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ২০ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। আটককৃত আসামি বাঙালহালিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মো. সাইফুল আজম বাবু জানান, থানার এসআই ( নি) মুকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বাজার থেকে ২০ লিটার চোলাই মদসহ অংচিংনু মারমাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে রাঙামাটি কোর্টে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।