বাঙ্গালহালিয়া সরকারি কলেজে বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত


রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রফিক মিয়া তালুকদারের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১১টায় কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ভদন্ত ক্ষেমাছারা মহাথের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, কলেজের প্রভাষক-প্রভাষিকা এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার প্রতিষ্ঠাকালীন সময় থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সরাসরি ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া, অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন সহজ করার জন্য তিনি ছিলেন এক অকৃত্রিম বন্ধু।
বিদায়ী মুহূর্তে বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করেন এবং তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।