বাড়ি থেকে পালানো দুই কিশোরীকে উদ্ধার করল পুলিশ

পরিবারের কাজে অবহেলা করায় মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়া সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা (১৪) নামে দুই কিশোরীকে আট দিন পর চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানার এলাকা থেকে উদ্ধার করেছে রাজস্থলী থানার পুলিশ। টানা অনুসন্ধানের পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ পাল, এসআই নূরজামান, এসআই কল্যাণ, নারী সদস্য সীমা আক্তারের সমন্বয়ে গঠিত পুলিশ দল তাদের উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি সদস্য ভূবন তনচংগ্যা ও উদয় তনচংগ্যার উপস্থিতিতে বাবা-মায়ের জিম্মায় দুই কিশোরীকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। উদ্ধারকৃত দুই কিশোরী রাজস্থলীর মুবাছড়ি গ্রামের বাসিন্দা। সাধনা তনচংগ্যার বাবা খিরামন তনচংগ্যা এবং ননাবী তনচংগ্যার বাবা রবীন তনচংগ্যা। ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত ১৩ ফেব্রুয়ারি দুই কিশোরী নিখোঁজ হয়। পরে ১৭ ফেব্রুয়ারি তাদের পরিবার রাজস্থলী থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশের টানা চার দিনের প্রচেষ্টায় ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বায়েজীদ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রাজস্থলী থানার এসআই কল্যাণ বলেন, "তারা লেখাপড়া না করায় মায়ের বকা খেয়ে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।" এসআই সৌরভ পাল বলেন, "নিখোঁজ ডায়েরির তদন্তের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাই। চট্টগ্রামের বায়েজীদ এলাকায় তাদের অবস্থান শনাক্ত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।" পুলিশ জানায়, উদ্ধারকৃত দুই কিশোরী বাড়ি থেকে পালানোর কারণ হিসেবে মা-বাবার বকাঝকাকে দায়ী করেছে। 
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন