বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত ২


বান্দরবানে রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লালকাপ এল বম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন নারী।
আজ সোমবার বিকালে পাইন্দু ইউনিয়নের মুয়ালপিপাড়ার সড়কে এই দুর্ঘটনাটি হয়।
নিহত ব্যক্তি পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুয়ালপিপাড়া জুয়াম ত্লিং বম ছেলে লালকাপ এল বম (৪০)। আহত ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা লাল জারলম বমের স্ত্রী জিংপেক কিম বম (৪৫) ও লেমপার সাং বমের স্ত্রী ভান থোয়াল জোয়াল বম (৩৫)।
পুলিশ ও স্থানীয় জানান, সাপ্তাহিক বাজার দিনে চাউল ও বিভিন্ন বাজারসাজার করে চাঁদের গাড়িযোগে ১০ জন যাত্রী নিয়ে মুয়ালপিপাড়ার দিকে যাচ্ছিলেন। পাহাড়ি কাঁচা সড়কে অতিরিক্ত বহন করার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রী প্রাণে রক্ষা পেলেও লালকাপ এল বম নামে একজন ঘটনাস্থলে নিহত হয়, আহত হয় আরো দুইজন নারী। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নিয়ে আসে।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার মোহাম্মদ রুবেল বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আরেকজন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হচ্ছে। আর প্রচণ্ড বৃষ্টির কারণে সড়কের অবস্থা নাজেহাল বলে জানান তিনি।