বান্দরবানে চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও এন-৯৫ মাস্ক প্রদান 

fec-image

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বান্দরবানে চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও এন-৯৫মাস্ক প্রদান করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার (১৫ মে) বিকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও মাস্ক গ্রহণ করেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি বলেন, এখন কঠিন সময়, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিরাপদ থাকলে সুস্থ্য থাকবে বাংলাদেশ। চিকিৎসকরা দিন-রাত নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে আগামীতেও স্বাস্থ্যকর্মীদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে করোনা সংক্রমণ রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে।

এসময় বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একশ’ পিপিই ও একশ’ এন-৯৫ মাস্ক এবং একশ’ সাধারণ মাস্ক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন