বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত দুই

বান্দরবানের থানচিতে পৃথক দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। তবে আহতেদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান- থানচি সড়কে শিলাঝিড়ি ও সীমান্ত লইক্রী ২১ কিলোমিটার নামক সড়কসহ দুটি পৃথক স্থানে এই দুর্ঘটনাটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি সীমান্ত লইক্রী সড়কের নির্মান কাজের ব্যবহারের পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট পাহাড়ী খাদে পড়ে যায়। এসময় গাড়ি চালক গুরুতর আহত হন। অন্যদিকে বান্দরবান- থানচি সড়কের শিলাঝিড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস, মিনি ট্রাক ও মাহেন্দ্র ( চাদের গাড়ি) ত্রিমূখী সংঘর্ষ ঘটে।

এসময় মিনিট্রাকে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুটি পৃথক দুর্ঘটনা স্থানে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী, ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ল্যান্স নায়েক মজিবুর রহমান, থানচি থানা সহকারী পুলিশ উপ- পরিদর্শক (এস আই) বাসুদেব চন্দ্র সরকার।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, দুটি স্থানে দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কারণ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান

উল্লেখ্য, ২০১২ সালে ১৪ জানুয়ারী বান্দরবান থানচি সড়কে শিলাঝিড়ি একই স্থানের যাত্রীবাহি বাস দুর্ঘটনা ১৭জন নিহত,১৮ জন আহত হয়েছে।

ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255

Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন