বান্দরবানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উদযাপন
বান্দরবানে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের ৭৪টি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণের কর্মসূচী উদ্বোধন করা হয়।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, হাবিবুর রহমান খোকন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরসহ আরো অনেকে।
বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করায় জেলা ছাত্রলীগকে স্বাগত জানান এবং তিনি বান্দরবান বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।