বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

Bandarban armi 21.12.2013 Cant-public

স্টাফ রিপোর্টার :

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ পত্মী বেগম সায়েকা ফাতেমা রফিক। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ধমিনিক ত্রিপুরা। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা বিষয়ে যুদ্ধকালের দিনগুলোতে পাক-হানাদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞের বিবরণ তুলে ধরেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু ছালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম। পরে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির পরিবেশিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন